বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

‘নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কর্তব্য সৎ ও যোগ্য প্রার্থীদেরকে ভোট প্রদান করতে হবে।

সমাজের প্রতিটি স্তর থেকে অসৎ-অযোগ্য ও দুর্নীতি পরায়ণ এবং ইসলাম বিরোধীদের বয়কট করতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও সততার পরিচয়ে উত্তীর্ণ হতে হবে। দেশ জাতি ও ইসলামের সাথে গাদ্দারী করে কেউই রেহাই পায়নি। ভবিষ্যতেও পাবে না।

তিনি আরো বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বিতর্কিত সাদ পন্থিরা হাজার হাজার তাবলিগী সাথি, মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে মারাত্বকভাবে আহত করেছে। পরিকল্পিত এ হামলার সুষ্ঠু বিচার করতে হবে এবং আহতদের পাশে দাঁড়াতে ঈমানদার তাওহিদি জনতার প্রতি আহ্বান জানান।
তিনি আজ অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মুফতী হাবীবুর রহমান, মুফতী শরাফত হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দীন, মুহাম্মদ আব্দুর রহীম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ