শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মুফতি সাঈদ আহমাদ পালনপুরী অসুস্থ; চিকিৎসার জন্য মোম্বাই যাবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফয়সাল উসমান
দেওবন্দ থেকে

বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ অাহমাদ পালনপুরী কিছুদিন যাবৎ অসুস্থ। তিনি দোয়া কামনা করেছেন সকলের কাছে৷

জানা যায়, অসুস্থতার তীব্রতায় দরসও করতে পারেননি মাঝে কয়েকদিন৷ কিন্তু বিগত তিন দিন যাবত কঠিন অসুস্থতা নিয়েও নিয়মিত দরস করে যাচ্ছেন৷ দরসে থাকাকালীন একদম বুঝতেও দিচ্ছেন না, তিনি অসুস্থ৷ ঠিক আগের মতোই তাকরীর করে যাচ্ছেন৷ আগের মতোই পড়াচ্ছেন ৷

আজ সোমবার প্রতিদিনের মতো দরস শেষ করে নিজেই অসুস্থতা সম্পর্কে বলেন, আমার হাঁটুতে সমস্যা তো দীর্ঘ দিনের ৷ গত এক সপ্তাহ যাবত হাঁটুর ব্যথাটা মাত্রাতিরিক্ত বেড়ে চলেছে৷ তাই শরীরটা একটু খারাপ লাগছে৷

তিনি জানান, শ্বাসকষ্টের সমস্যায় বেশি ভুগছেন তিনি৷ হাঁটার সময় শ্বাসকষ্ট অনেক বেশি বেড়ে যায়৷ শীতের প্রকোপে শ্বাসকষ্টটা আরো তীব্র হয়ে যাওয়াতে অসুস্থতা বেড়ে গেছে বেশ কয়েকদিন যাবৎ৷

জানা যায়, তিনি চিকিৎসার জন্য আজ মোম্বাই যাবেন৷ হাঁটুর ব্যাথাসহ অন্যান্য শারিরীক সমস্যার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে সেখানে ৷ ছাত্রদের উদ্দেশে আজ দরস শেষে বলেন, তোমরা চিন্তা করো না৷ আমার তেমন কিছুই হয়নি৷ তোমরা সবাই দোয়া করবে তাহলেই হবে।

বিগত একসপ্তাহ যাবত অসুস্থতা বেড়ে গেলেও নিয়মিত দরস করে গেছেন এই বিশ্ববিখ্যাত আলেমে দীন ৷ দীনের জন্য ব্যক্তিগত সব কষ্ট-বেদনা সয়ে যাচ্ছেন দিনের পর দিন৷

দীর্ঘ দিনের এই হাঁটুর ব্যথা নিয়েই অনেক দিন পর্যন্ত কিছুটা রিক্সায়, কিছুটা পায়ে হেঁটে প্রতিদিন খুব গুরুত্বের সঙ্গে শরিক হয়েছেন বুখারি শরিফের দরসে৷ বিগত এক সপ্তাহ যাবত অসুস্থতা বেড়ে যাওয়ায় এক রকম বাধ্য হয়েই আজ চিকিৎসার জন্য রওনা দিতে হচ্ছে মোম্বাইয়ের পথে৷

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতি সাঈদ অাহমাদ পালনপুরীর অসুস্থতায় ভেঙে পড়েছে দেওবন্দের সব ছাত্র-উস্তাদ৷

দেওবন্দ মাদরাসাসহ ভারতের বিভিন্ন জায়গায় তার সুস্থতার জন্য একাধিকবার দোয়ার আয়োজন করেছেন বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক। তিনি সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন সবার কাছে৷

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ