বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে দ্রুত বর্ধমান ভাষাগুলোর মধ্যে বাংলা ২য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী অধিবাসীর সংখ্যা বাড়ছে। দেশটিতে সাত বছরের ব্যবধানে শতকরা ৫৭ ভাগ বেড়েছে বাংলাভাষী

ইংরেজি ছাড়া দ্রুত ছড়িয়ে পড়া ভাষাগুলোর মধ্যে বাংলা দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির করা এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত ছড়িয়ে পড়ার দিক থেকে যুক্তরাষ্ট্রে প্রথম অবস্থানে আছে দক্ষিণ ভারতের ভাষা তেলেগু। ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ওই ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৮৮ শতাংশ বেড়েছে।

মার্কিন জনশুমারি অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য-উপাত্তের বরাতে খবরটি পরিবেশন করে বিবিসি।

২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে কোন ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কতটা বেড়েছে, এর হিসাব একটি তথ্যচিত্রে বাংলা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ওই তথ্যচিত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলা জনসংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে।

তালিকায় বাংলার পরে রয়েছে তামিল (৫৫%)। এর পর ধারাক্রমে আরবি, হিন্দি, উর্দু পাঞ্জাবি, চীনা, গুজরাটি ও হাইতিয়ান। এসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০-৪০ শতাংশের মতো।

তবে ইংরেজি ছাড়া যেসব ভাষায় যুক্তরাষ্ট্রে বেশি মানুষ কথা বলে, এর প্রথম দশের তালিকায় তেলেগু বা বাংলা নেই, এমনটিই জানিয়েছে বিবিসির ওই রিপোর্ট।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন জনশুমারি অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য অনুযায়ী, ইংরেজি ভিন্ন ভাষাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ। এর পরই রয়েছে চীনা ভাষা। আরবি পঞ্চম আর হাইতিয়ান রয়েছে দশম অবস্থানে।

‘২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ