শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে জাপানে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার জন্য হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

বিক্ষোভ আয়োজনকারীরা জানিয়েছেন, ওকিনাওয়ার রাজধানী নাহা শহরে অনুষ্ঠিত শনিবার এ প্রতিবাদ সমাবেশে অন্তত ৭০ হাজার মানুষ অংশ নেয়।

ওকিনাওয়ার ফুতেনমা এলাকায় একটি মার্কিন ঘাঁটি সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে জাপান সরকার এবং ঘাঁটিটি আরো বড় করতে চায়। তবে সেখানকার জনগণ বলছে, মার্কিন মেরিন কোরের জন্য বিমান ঘাঁটি বানানো হলে তা ওই এলাকার সাধারণ মানুষ ও পরিবেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দেখা দেবে। দ্বীপের জনগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ওই এলাকা থেকে মার্কিন সামরিক ঘাঁটি পুরোপুরি সরিয়ে নিতে হবে।

জাপান সরকার আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ঘাঁটি তৈরির জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করবে।

পরিবেশবিদরা বলছেন, হেনেকো উপসাগরের অংশ বিশেষ মাটি ফেলে ভলাট করে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হলে সেখানকার কোরাল ও বিলুপ্তপ্রায় ডুগোং তিমি ধ্বংস হয়ে যাবে।

বিক্ষোভকারীরা বলেছে, ওকিনাওয়াবাসী আত্মসমর্পণ করবে না।

সূত্র: পার্স টুডে

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

আরও পড়ুন: চীনে সেই মসজিদের চারপাশে অবস্থান মুসলিমদের

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ