বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


১৫ আগস্ট সব সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। দেশের সব কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় এই নির্দেশ দেন মন্ত্রী।

ওই দিন সরকারি সব হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা থাকবে জরুরি ও অভ্যন্তরীণ বিভাগ।

এছাড়া ১৫ আগস্ট সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং অধিদফতরগুলোতে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ সারা দেশে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আওয়ার ইসলাম/এটি

মুসলিম উম্মাহর ঐক্য বিষয়ে সৌদি আরব তাদের মিশন জারি রাখব


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ