মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


ভারতে তিন তালাকের বিরুদ্ধে মুসলিম নারীদের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আবারো তিন তালাকের বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার মুসলিম নারী। মোদি সরকারের তিন তালাকের বিরুদ্ধে পুণেতে  একটি প্রতিবাদ সভা করেন তারা।  প্রতিবাদ সভায় তিন তালাকের আইনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেন মুসলিম নারীরা। তারা বলেন,  আল্লাহর আইন পরিবর্তন করা উচিত নয়।

মোদি সরকার গত বছরে মুসলিম সমাজের তিন তালাক প্রথা বন্ধ করার জন্য মুসলিম ওমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) ২০১৭ বিল রাজ্যসভায় পাশ করানোর চেষ্টা করেছিল। লোকসভায় এই বিল পাশ হলেও রাজ্যসভায় তা পাশ করতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র সরকার।

প্রতিবাদ সভায় উপস্থিত মুসলিম মহিলারা বলেন , ‘আমরা দাবি করছি যে, মুসলিম পারসোনাল ল’তে কোনওপ্রকার রদবদল যেন না করা হয়। আমাদের আল্লাহ আমাদের জন্য যে আইন দিয়েছেন, তা আমাদের জন্য সঠিক। একসঙ্গে তিন তালাক হয় না, এটি একটি ভ্রান্ত ধারণা।’

এদিন মুসলিম মহিলাদের হাতে ছিল ছোট ছোট প্ল্যাকার্ড। ওই প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল, ‘সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর আইন না’, ‘আমরা তিন তালাক বিল বাতিল করছি’, ‘আল্লাহর আইন পরিবর্তন করা উচিত নয়’ ইত্যাদি। সূত্র : টিডিএন বাংলা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ