শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মধ্যপ্রাচ্যে ইরান-সিরিয়া-ইরাক-লেবানন-ইয়েমেনের নতুন জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পক্ষান্তরে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে প্রকৃত জোট গড়ে উঠেছে। ইরানের বাইরে বিপ্লব ছড়িয়ে দেয়ার মাধ্যমে এ অঞ্চলে তেহরান এতবড় সাফল্য অর্জন করেছে।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি।

আলী আকবর বেলায়েতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ দেশ এবং ইরান না থাকলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন হবে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান- এই ছয় দেশ বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য।

সূত্র: মিডিলিস্ট মনিটর

/এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ