বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের

বৌদ্ধদের পৈশাচিক গণহত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে তালাবা বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বার্মায় বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক মুসলমানদের উপর পৈশাচিক গণহত্যা এবং বর্বরোচিত জুলুম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেট বন্দরবাজার জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট সিটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, ইতিহাসের মধ্যে সবচেয়ে বর্বরোচিত মুসলিম হত্যা মায়ানমারে চলছে। আর বিশ্ব মোড়লরা বসে বসে আঙ্গুল চুষছেন।

তার বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর সন্ত্রাসী বৌদ্ধদের এমন নির্যাতন আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। খুন, ধর্ষণ, জ্বালাও-পোড়াও, নির্বিচারে গণহত্যাসহ সর্বপ্রকারে জুলুম নিপীড়ন চলছে। কিন্তু বিশ্ব বিবেক নির্বিকার। সুতরাং ওই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করা সময়ের অপরিহার্য দাবী।

বক্তারা বলেন, যারা জাতিগত বিদ্বেষের কারণে নির্বিচারে মুসলিম হত্যা করছে সুতরাং ওই দেশের পণ্য বর্জন করতে হবে। এ দেশে কোন প্রকার বার্মিজ পণ্য চলতে পারে না। বক্তারা অনতিবিলম্বে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে অং সাং সূচির সরকারকে পরিস্থিতি সামাল দিতে বাধ্য করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম আজ জেগে উঠেছে। বৌদ্ধদের আর রক্ষা নেই। বক্তারা মায়ানমারের মুসলমানদের পক্ষে শক্ত অবস্থান গ্রহণের জন্য তুরস্কের প্রেসিডেন্ট আসসুলতান এরদোগানকে ধন্যবাদ জানান।

সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুখলিসুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ, সিলেট মহানগর জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ সগীর, জমিয়তে তালাবা বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফায়েল গাজালি, সাধারণ সম্পাদক ছাত্রনেতা আসাদ আহমদ, ছাত্রনেতা নজরুল ইসলাম, মাওলানা রফি উদ্দিন শাহীন, মাওলানা হাফিজ এহসান-এ এলাহী, মাওলানা হাফিজ ফয়সল আহমদ, হাফিজ সিদ্দিক বিন মুহাম্মদ, মাওলানা আরিফ রব্বানী, হাসান আহমদ, দেলওয়ার হোসেন, কবির আহমদ, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা হাফিজ বদরুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাফিজ নজির আহমদ, মাওলানা বদরুল ইসলাম আল ফারুক, হাফিজ মারুফ আহমদ, হাফিজ মাহদী আল হামজা প্রমুখ।

জমিয়তে তালাবা সিলেট জেলা কমিটির আহ্বায়ক মাওলানা ইমাদ উদ্দিন লাহিন এর সভাপতিত্বে বিক্ষোভ পরিচালন করেন কেন্দ্রীয় জমিয়তে তালাবার প্রচার সম্পাদক ছাত্রনেতা জুনায়েদ শামসী ও মহানগর জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক হাফিজ একরাম মাহমুদ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ