শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বার্লিনে প্রতিষ্ঠিত হলো অ্যারাবিক কালচারাল সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ জার্মানি। নিজস্ব সংস্কৃতির প্রতি তাদের মনোভবও রক্ষণশীল।  কিন্তু সম্প্রতি সেই জার্মানিতে আরবি সাহিত্য-সংস্কৃতি ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ আরবি কবিতা ও আর্ট।

জার্মানির রাজধানী বার্লিনে আরব অভিবাসী ও আরব বংশোদ্ভূত জার্মানিদের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘বিটুইন আজ’ নামক একটি সংস্কৃতি কেন্দ্র। সেখানে নিয়মিত একত্র হয় আরব অভিবাসী ও আরব বংশোদ্ভূত জার্মানগণ। তাদের সঙ্গে থাকেন জার্মানের সাধারণ নাগরিকগণ। তারা পরস্পর শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে তাদের ভাবনা বিনিময় করেন।

রক্তস্নাত আলআকসা: নতজানু আরব নেতৃত্ব ও নির্বিকার বিশ্ব ফোরাম

৩০ বছর বয়সী সেন্টারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কায়কান তার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘এখানে এমন কোনো লাইব্রেরি নেই যেখানে আরবরা আরবি বই পড়তে পারবে, আরব সংস্কৃতি সাথে পরিচিত হবে। অথচ এখানে রয়েছে অনেক প্রতিভাবান কবি, সাহিত্যিক ও শিল্পী। আমরা তাদের একত্র হওয়ার সুযোগ করে দিতে চায়।’

‘বিটুইন আজ’ কালচারাল সেন্টারে রয়েছে একটি লাইব্রেরি, আর্ট গ্যালারি ও মিউজিক রুম।

লাইব্রেরিতে রয়েছে আরবি ভাষা, সাহিত্য ও ইতিহাস সম্পর্কিত নানা বই।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ