শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মোদিকে কাশ্মিরি তরুণীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kashmir_2309091b copyআওয়ার ইসলাম : ১৭ বছর বয়সের এক মার্কিন প্রবাসী কাশ্মীরী তরুণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি লিখেছেন। ওই কাশ্মিরী তরুণীর নাম ফাতমো শাহিন। চিঠিতে তিনি কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

চিঠিতে ফাতমো লিখেছেন, স্বজনদের সঙ্গে দেখা করার জন্য গত ১০ জুলাই তিনি কাশ্মীর উপত্যকায় গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি যে পরিস্থিতি দেখেছেন তা কখনো ভুলবার নয়। ওই দিনের ঘটনা তার মনে দাগ কেটে রেখেছে। মোদিকে উদ্দশ্যে করে তিনি লিখেছেন, ‘জনাব প্রধানমন্ত্রী, আমি এখানে বসেই ফ্রান্সের নিস হামলা, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের খবর পাই। এমনকি জানতে পাই ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে মৌসুমী বৃষ্টিপাতের খবরও। কিন্তু কাশ্মীরের সংবাদ কোথায়?’

‘সবাই এ ভূখণ্ডটির দখল নিতে চাইলেও কাশ্মীরী জনগণের সুখ দু:খ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।’ মন্তব্য করে ওই কাশ্মিরি তরুণী চিঠিতে লিখেন, ‘আমরা যদি কাশ্মীরের জনগণের যত্ন নিতাম, তাদের মতামতের দাম দিতাম, তাহলে জানতে চাইতাম, বুরহান কি আসলেই একজন জঙ্গি না শহীদ। আমরা বুঝতে চেষ্টা করতাম একজন শিক্ষার্থী কেন তার লেখাপড়া ও ক্যারিয়ার বিসর্জন দেয়, কেন সে কলম ফেলে হাতে বন্দুক তুলে নেয়।’

এফএফ


সম্পর্কিত খবর