বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

শিক্ষানীতি নিয়ে ইসলামী ছাত্র ঐক্যের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_2114" align="alignright" width="476"]satro oikka ফাইল ছবি[/caption]

ঢাকা: বিতর্কিত শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল এবং হিন্দুত্ববাদের পাঠ্যসূচী সংশোধনের দাবীতে আজ সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্যের নেতৃবৃন্দ আলেম-উলামা ও বিভিন্ন মাদরাসার প্রিন্সিপালগণের সঙ্গে মতবিনিময়ের করেন। জামেয়া লালবাগ, জামেয়া বারিধারা, জামেয়া আরজাবাদ, ফুরফুরা দরবার শরীফের জামেয়া দারুস সালাম, শায়েখ যাকারিয়া রহ: ইসলামিক রিসার্চ সেন্টার, জামেয়া কারিমিয়া রামপুরা, জামেয়া সাঈদিয়া কারিময়িা, জামেয়া শায়খ যাকারিয়া রহ. রামপুরা, জামেয়া দারুর রাশাদ, জামেয়া মিফতাহুল উলুম মিরপুর, খিলগাঁও গোড়ান কামিল মাদরাসা, জামেয়া মালিবাগ, মতিঝিল কলোনী ও পীরজঙ্গী মাদরাসা অন্যতম।

নেতৃবৃন্দ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক মুফতি উবায়দুল্লাহ ফারুক, মুফতি মীযানুর রহমান সাঈদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জামেয়া দারুর রাশাদের প্রিন্সিপাল মাওলানা সালমান ও গোড়ান আলিয়া মাদরাসার প্রিন্সিপাল সহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও মাদরাসার প্রিন্সিপালগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে ছাত্র নেতৃবৃন্দ বলেন, বির্তকিত শিক্ষনীতি, শিক্ষা আইন ও হিন্দুত্ববাদী পাঠ্যসূচী সংশোধনের আন্দোলনে সকল উলামায়ে কেরাম ও মাদরাসর প্রিন্সিপালদের সম্পৃক্ততা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে ছাত্রঐক্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ছাত্রঐক্যের মুখপাত্র ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল ইসলাম আল আমীন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ খান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল কাদীর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল ও ছাত্রঐক্যের সমন্বয়কারী মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, ইসলামী ছাত্র খেলাফতের সহসভাপতি মীর্জা মুহাম্মদ ইয়াসিন আরাফাত, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আবুল হাশিম, জমিয়তে তালাবিয়া আরাবয়িার প্রধান সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক মুহাম্মদ নেয়ামতুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সাধারন সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসাইন, খেলাফত ছাত্র আন্দোলনের সহ সাধারন সম্পাদক ইসহাক মাহমুদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক কাওছার আহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ