বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


জাকির নায়েক ‘শান্তির দূত’: কংগ্রেস মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakir-naik-2-550x375আওয়ার ইসলাম: ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ‘শান্তির দূত’ বললেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব দিগ্বিজয় সিং।

গতকাল শুক্রবার দিগ্বিজয় সিং পুণে শহরের সাংবাদিকদের বলেন, ‘জাকির নায়েক ইসলামের সঠিক অর্থ এবং উদ্দেশ্যকে প্রচার করছেন, যদিও বিজেপি সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে যুক্ত করে উপস্থাপন করছে।’

তিনি বলেন, ‘যদি নায়েককে উত্তেজক বক্তব্য দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় তাহলে সাক্ষী মহারাজ, যোগী আদিত্যনাথ, সাধ্বী প্রাচির মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে মানুষের আবেগে উসকানি দেয়ার অভিযোগে পদক্ষেপ নেয়া হবে না কেন?’

দিগ্বিজয় সিং বলেন, ‘২০১২ সালে শান্তি সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি জাকির নায়েকের অনুষ্ঠানে গিয়েছিলাম। তার গোটা বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কীভাবে ইসলাম সন্ত্রাসবাদের বিরোধিতা করে সেই বিষয়ের ভিত্তিতে ছিল। তিনি শান্তির বার্তা দিয়েছেন।’

তিনি আরো প্রশ্ন তুলে বলেন, ‘যদি জাকির নায়েক এতই বিপজ্জনক এবং তার বক্তব্য উত্তেজক হয়, তাতে সন্ত্রাসীদের উস্কানি থাকে তাহলে গত দুই বছর ধরে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার তার বিরুদ্ধে কোনো মামলা করেনি কেন, যখন তার সমস্ত বক্তব্য ইউটিউবে পাওয়া যায়?’

জাকির নায়েকের পিস টিভি প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেন, যদি পিস টিভি নিষিদ্ধ হয় তাহলে ‘সুদর্শন টিভি’ও বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, ‘এই সরকার হিন্দু এবং মুসলিমের মধ্যে বিবাদ খাড়া করতে চাচ্ছে। যদি জাকির নায়েক সন্ত্রাসবাদী হয় তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তার বিরুদ্ধে মামলা করতে ভয় পাচ্ছে কেন?’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ