বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মালয় ভাষায় সংবাদপত্র চালু করেছে আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

al-fatihin-1 copyআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশীয় ভাষায় একটি সংবাদপত্র চালু করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট আইএস। আল ফতিহিন নামের ওই সংবাদপত্রটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএস এর প্রথম সংবাদপত্র। ফিলিপাইনের দক্ষিণাঞ্চল থেকে গত ২০ জুন ‘আল ফাতিহিন’ নামের ওই সংবাদপত্রটি প্রকাশ করা শুরু হয়।

গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে মালয়েশীয় দৈনিক বেরিতা হারিয়ান। পত্রিকাটি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে বিতরণ করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশীয় ভাষায় এই পত্রিকাটি প্রকাশের অর্থ, আইএস মালয়েশিয়ার দিকে দৃষ্টি দিয়েছে। মালয় ভাষার মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে চাইছে।

পবিত্র রমজান মাসকে উদ্দেশ্য করে ২০ পৃষ্ঠার ওই পত্রিকাটির প্রথম সংস্করণ বের করে আইএস।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ