বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সেহরি ইফতারে সাইরেন বাজানো যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maekআবু সাঈদ যোবায়ের : সুস্বাদু সব আইটেম রেডি। রকমারি আয়োজনে দস্তরখান ঠাঁসা। কিন্তু কেউ খাচ্ছে না। অপেক্ষা শুধু সাইরেন বাজার। সাইরেন বাজলেই সবাই খাবার শুরু হবে। আমাদের দেশে ইফতারের এটি একটি সরল চিত্র। সেহরিতেও একবার বাজানো হয় এই সাইরেন সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য। প্রশ্ন হল, সেহরি ও ইফতারে এমনভাবে সাইরেন বাজানো যাবে কি?

ইসলামি স্কলারগণ এ প্রশ্নের উত্তরে লিখেছেন, সেহরিতে মানুষকে ঘুম থেকে জাগানো এবং ইফতারে সময়ের ব্যাপারে জানান দেয়ার জন্য সাইরেন ব্যবহার জায়েজ। তবে অবশ্যই তা গান বাজনার আওয়াজের মত হতে পারবে না এবং এই আওয়াজে মানুষের যেন কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখা আবশ্যক। বিস্তারিত দেখুন, ফতোয়া শামি, কিতাবুল হাজরি ওয়াল ইবাহাহ, ফতোয়া রাহিমিয়্যাহ। প্রশ্ন নং : ২৯৬

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ